সুনন্দ মন্ডল

 


দলবদ্ধ শৈবালের কথোপকথন

             ‎      

আকাশ ফুটে কান্না ঝরছে অবিরত

রান্নার চালায় গন্ধ উঠছে মাংসের।



কাকের মাংস!

কে খাবে?

আমরা সমাজ অসচেতন মানুষ, আমরাই খাব।



তোমাদের ঘরে চাউমিন, এগরোল

কিংবা বিরিয়ানি হোক!

শৈবালের জন্ম জলে

পোকামাকড়ের সঙ্গে সহবাস!



বর্ষার ঘুনধরা দিনে তোমার আমার মিলনে

কত কিছু ধরা পড়ে--অবর্ণনীয়!

তবু ঝুল-বারান্দায় কথোপকথনের দীর্ঘ ব্যাখ্যা আঁকা 

তাতেই বোঝা যায় কতখানি দলবদ্ধ হলে এসব..... 



মেটে আলুর মতো গড়াগড়ি খায় যারা

তাদের কাঁধেই চাপে একশো দিনের কাজ!




মন্তব্যসমূহ