তুলসী কর্মকার




সূর্যের অন্দরমহল

-------------------------

রাজমহল থেকে রাজ্য, পরিসর সাজে ফলক

দাপুটে রাজায় আলোকিত সাম্রাজ্য....... 



রাজকন্যা বেড়ে উঠে 

ঘেরাটোপ বর্তনী 

সৌন্দর্য পরিপূর্ণ 

সখীগণ লুটোপুটি খায়......



আসে টিনেজ

সকলেই সভ্য 

মাথা কাটা যাবে উলটপালট হলে

ফুলে ওঠে বুক

যোনি সড়সড় 

এসব একা রাজকন্যের

পাহারাদার 

শয়নকক্ষ 

সেবিকা 

মশারী 

চাদর 

তারপর শিহরণ 

সঙ্গোপনে সঞ্চালন 

কেঁপে কেঁপে ওঠে রাত

সান্দ্র অন্তর্বাস......... 



রাজার তলবঃ আত্মজা কী বেয়ারাম কাল?

কন্যাঃ রাজাধিরাজ অবিরাম প্রকাশ উন্মাদ করে 

উন্মোচন অন্ধকারে রয়..........





সূর্যের অন্দরমহল

-------------------------

রাজমহল থেকে রাজ্য, পরিসর সাজে ফলক

দাপুটে রাজায় আলোকিত সাম্রাজ্য....... 



রাজকন্যা বেড়ে উঠে 

ঘেরাটোপ বর্তনী 

সৌন্দর্য পরিপূর্ণ 

সখীগণ লুটোপুটি খায়......



আসে টিনেজ

সকলেই সভ্য 

মাথা কাটা যাবে উলটপালট হলে

ফুলে ওঠে বুক

যোনি সড়সড় 

এসব একা রাজকন্যের

পাহারাদার 

শয়নকক্ষ 

সেবিকা 

মশারী 

চাদর 

তারপর শিহরণ 

সঙ্গোপনে সঞ্চালন 

কেঁপে কেঁপে ওঠে রাত

সান্দ্র অন্তর্বাস......... 



রাজার তলবঃ আত্মজা কী বেয়ারাম কাল?

কন্যাঃ রাজাধিরাজ অবিরাম প্রকাশ উন্মাদ করে 

উন্মোচন অন্ধকারে রয়..........





ইউনিয়ন 

-------------

মনোযোগ দিয়ে দেখলে

বাষ্প ঘনিয়ে কণা ধারা হয় যাতে অজস্র অসম ঐক্য আছে



১ কিছু জল পাড়কে ক্ষতিগ্রস্ত করে

২ কিছু জল নিম্নতলে শোষিত

৩ কিছু জল করে উচ্ছ্বাস

৪ কিছু জল করে ঘূর্ণন 

৫ কিছু জল সমুদ্র দেখতে যায়



জলের অপর নাম জীবন সমীকরণটির স্বভাব হাতড়ালে মানুষেরা এরূপ বিচিত্র ঐক্যবদ্ধ হয়



১ একদল অসামাজিক 

২ একদল করেন হনন 

৩ একদল মিছিলের মুখ

৪ একদল করেন শোরগোল

৫ একদল পাহাড় চুড়ায় উঠে আকাশ দেখাতে চান





পরিস্রাবণ 

----------------

জলের অপর নাম জীবন থিওরিটির পোস্টমর্টেম রিপোর্ট নিম্নরূপ

জল ভেঙে

দু অয়তন হাইড্রোজেন এক আয়তন অক্সিজেন পাওয়া যায়

হাইড্রোজেন আইসোটোপ হিসাব বলে

হালকা জল 

সাধারণ জল 

ভারী জলের স্রষ্টা 

এবং হাইড্রোজেনের আরও দুটি কৃত্রিম আইসোটোপ আছে

যেখানে অক্সিজেনের তিনটি 

কৃত্রিম ভাবে আরও চারটি তৈরি করা যায়

অতএব সর্বসাকুল্যে জলের সংখ্যা ও চরিত্র অনেক 



এই তথ্য মনুষ্য জীবনে ইন্সটল করলে

হাইড্রোজেন আদিম পুরুষ আইসোটোপগুলি 

শক্তিশালী 

বুদ্ধিমান 

সৌখিন  

অক্সিজেন আদিম নারী 

যার মিলন ঘটার ফলে

দুটি অন্ডকোষ থেকে নির্গত শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে 

জীবন তৈরি হয় যা অবস্থানগত দিক থেকে 

নিম্নবিত্ত 

মধ্যবিত্ত 

উচ্চবিত্ত 

আইসোটোপ সংকরায়ন বা চরিত্রিক দিক থেকে

বাউল 

সংসারী 

চিত্রশিল্পী 

কবি 

দার্শনিক 

ফকির বা সাধু

কৃত্রিম আইসোটোপ প্রভাব বিস্তার করলে দাঁড়ায় 

পুলিশ বিজ্ঞানী ডাক্তার উকিল মাস্টার গায়ক নায়ক আতংবাদী নেতামন্ত্রী ইত্যাদি চরিত্র সকল



পৃথিবীর বয়স বাড়ছে 

জল গড়িয়ে চলেছে জীবন এগিয়ে যাচ্ছে

জলের মতো জীবন জীবনের মতো জল বারে বারে পরিস্রুত হচ্ছে কেবল......

মন্তব্যসমূহ